শাহ আব্দুল করিম লোক উৎসব শুক্রবার
‘বন্দে মায়া লাগাইছে, গাড়ি চলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কোন মেস্তুরি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পংখীর নায়, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইগো বসন্ত বাতাসেসহ অগণিত গানের রচয়িতা বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব (৩-৪ মার্চ) আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে।
বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী করিম লোক উৎসবের পৃষ্ঠপোষক জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অল টাইম এবং এতে সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার
এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম। রেডিও পার্টনার হিসেবে থাকছে জাগো এফএম (৯৪.৪)।
প্রয়াত বাউল সম্রাটের জন্মভূমি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামের মাঠে শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে ঐতিহ্যবাহী এ উৎসব শুরু হবে।
দুই দিনব্যাপী ‘অল টাইম শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭’ কে স্বাগত জানিয়ে জেলার সর্বত্র ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড দিয়ে সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।
বাউল সম্রাটের ছেলে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক শাহ নুর জালাল জাগো নিউজকে বলেন, বেলা সাড়ে ৩টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া দুই দিনব্যাপী এ মেলায় দেশবরেণ্য সংস্কৃতিকর্মীসহ করিম ভক্তরা গান পরিবেশন করবেন।
রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম