খুলনায় সাবেক এমপির পুত্রবধূকে হত্যার অভিযোগ
খুলনায় জাতীয় পার্টির সাবেক এমপির পুত্রবধূ সারাও ফার্গুসান তন্বীকে (২১) নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে মহানগরীর নুরনগর এলাকায় সাবেক এমপি আব্দুল গফ্ফার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। তন্বী গাফ্ফার বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী।
ঘটনার পর তন্বীকে হাসপাতালে নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। তবে, পুলিশ মরদেহের বুকে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন পেয়েছে। তন্বীর পরিবারের পক্ষ থেকে নির্যাতন করে মেয়েকে হত্যা করার অভিযোগ করা হয়েছে।
অন্য মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে তন্বীর মামা আসাদুজ্জামান অভিযোগ করেছেন।
খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কমল কান্তি পাল বলেন, সকালে খবর পেয়ে নুরনগরে গফ্ফার বিশ্বাসের বাড়ির বারান্দায় খাটিয়ার ওপর তন্বী নামে একটি মেয়ের মরদেহ পাওয়া যায়।
পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে শোনা গেছে।
তিনি সুরতহাল করে মৃতের মাথার পেছনে জখম ও গলায় ফাঁস দেয়ার কাল দাগ দেখতে পান। যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রাপ্ত প্রতিবেদনে প্রকৃত তথ্য জানা সম্ভব হবে।
আসাদুজ্জামান বলেন, ২ বছর আগে তন্বী ও সোহেলের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সোহেল তন্বীর ওপর নির্যাতন করতো। একটি মেয়েকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে তাদের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে তন্বীর ওপর নির্যাতন চলে। রাতে তাদের জানানো হয়, তন্বী আত্মহত্যা করেছে। তাকে সার্জিক্যাল ক্লিনিকে নেয়া হয়েছে।
আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূ আত্মহত্যা করেছে। তিনি পুত্রবধূর ওপর পারিবারিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডকে তার পরিবার প্রশ্রয় দেয় না।
এসএইচএ/ এমএএস/আরআইপি