কুসিকে ২৪৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০১ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বুধবার পর্যন্ত মেয়র পদে ৬ জনসহ ২৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কাউন্সিলর পদে ৩২ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, বুধবার পর্যন্ত মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের কেউ দাখিল করেননি। এছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৯৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দাখিল করেছেন ২৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এদের মধ্যে দাখিল করেছেন চারজন।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।