জঙ্গি ধরতে গিয়ে ডিবির দুই সদস্য ছুরিকাহত


প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

জঙ্গি ধরতে গিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুস সালাম (৫৫) ও ইসমাইল হোসেন (৩৩)। তবে ওই দলের নেতৃত্বে থাকা একজন এএসআই অক্ষত অবস্থায় রয়েছেন।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কনস্টেবল আব্দুস সালামের অবস্থা গুরুতর বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।  

এলাকাবাসী ও রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে গোদাগাড়ীর বুজরুক রাজারামপুর মহল্লায় কয়েকজন জঙ্গিকে ধরতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করেন। এসময় সন্ত্রাসীরা গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুস সালামকে (৫৫) পেটে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে।

অভিযানিক দলের আরেক কনস্টেবল ইসমাইল হোসেন সালামকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকেও পেটে ছুরিকাঘাত করে। তবে টিমের দায়িত্বে থাকা এএসআই অক্ষত রয়েছেন।  

এদিকে, খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ দুই কনস্টেবলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কনস্টেবল সালামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, জঙ্গিদের আটক করতে বগুড়া জেলা পুলিশের একটি দল বুজরুক রাজারামপুর মহল্লায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। ঘটনার পর পুলিশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে।

ফেরদৌস সিদ্দিকী/এআরএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।