বেনাপোলে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মবিরতির হুমকি
বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টসের ছিনতাইকৃত ১১ লাখ টাকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার এবং এক সপ্তাহের মধ্যে সোনালী ব্যাংকে পূর্ণাঙ্গ ক্লিয়ারিং হাউজ ও কাস্টম হাউজের মধ্যে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপনের আলটিমেটাম দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়ন না হলে এক সপ্তাহ পর থেকে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন কর্মবিরতি পালন করবে বলে হুমকি দেয়া হয়।
বন্দর ব্যবহারকারী অন্য চারটি সংগঠন হলো ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতি এবং ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক জরুরি বৈঠক থেকে জানানো হয়, ছিনতাইকৃত ১১ লাখ টাকা উদ্ধারের জন্য যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, শার্শা টিএনও, বন্দর থানা পুলিশসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দিয়ে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন কর্মবিরতি পালনে বাধ্য হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জাগো নিউজকে জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য চালানের শুল্ক করাদি পরিশোধের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আমদানিকারকরা বিভিন্ন বেসরকারি ব্যাংকে অর্থ পাঠিয়ে থাকেন। বেনাপোলের এসব ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় নিয়ে যেতে হয়। এর আগে একাধিকবার টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই সাথে আহত হয়েছেন কয়েকজন সিএন্ডএফ এজেন্টসের কর্মচারী। গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন।
তিনি আরও জানান, প্রতিদিন শত শত সিএন্ডএফ এজেন্টকে জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করতে হয়। দীর্ঘদিন ধরে বেনাপোল কাস্টমস হাউজে ক্লিয়ারিং হাউজ স্থাপনের দাবি জানিয়ে আসা হচ্ছে। অনেক মন্ত্রী, এমপি, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এনবিআরের চেয়ারম্যানসহ উর্ধ্বতন মহলকে একাধিকবার জানানোর পরও ৩০ বছরেও বেনাপোলে ক্লিয়ারিং হাউজ চালু করা হয়নি।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে জানান, সিঅ্যান্ডএফ এজেন্টসের ছিনতাইকৃত টাকা এখনো উদ্ধার করা যায়নি। টাকাসহ ছিনতাইকারীদের আটক করার অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে বেনাপোলে লোকাল বাসস্ট্যান্ডের কাছে সোনালী ব্যাংকের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের কর্মচারী আব্দুর রহিমের কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। মঙ্গলবার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও টাকা উদ্ধার হয়নি। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এমজেড/বিএ/এমএস