ঠাকুরগাঁওয়ে সাদেক কুরাইশিকে সংবর্ধনা


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশিকে মাদার তেরেসা পদকে ভূষিত করায় সংবর্ধনা দেওয়া হয়েছে। যুব সংসদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।

যুব সংসদের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহসিন আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল হক, আওয়ামী লীগ নেতা মাহাবুব হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, যুব সংসদের সাধারণ সম্পাদক এস এম রাজা প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।