রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. অধ্যাপক আবুল হায়াতকে ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে শিক্ষাবোর্ডের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা এ দাবি জানান। পরে তারা একই দাবিত জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

দুপুরে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বোর্ড চেয়ারম্যান ড. অধ্যাপক আবুল হায়াত চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে তার নিজের আত্মীয়দের মধ্য থেকে দুইজন কর্মচারীকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার চেষ্টা করেন। এছাড়াও তিনি কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন। শুধু তাই নয়, কোন শিক্ষক বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে তিনি খারাপ আচরণ করেন। এসব কারণে বোর্ডের কাজে স্থবিরতা দেখা দিয়েছে।

সমাবেশে বক্তব্য দেন, ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার, অধ্যক্ষ আব্দুল বারী, অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।

পরে ১১ দফা দাবিতে শিক্ষক নেতৃবৃন্দ রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসএইচএ/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।