পচা মাংস বিক্রির দায়ে স্বপ্নকে জরিমানা


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জনপ্রিয় সুপার শপ স্বপ্নকে পচা মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ স্বাক্ষরিত এক আদেশে এ জরিমানা করা হয়।

জানা যায়, গত ১২ নভেম্বর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক তারেক ইসলাম স্বপ্ন`র  জিন্দাবাজার শাখা থেকে মুরগির মাংস ক্রয় করেন। কিন্তু বাসায় নেয়ার পর তিনি দেখতে পান মাংস পচা এবং দুর্গন্ধযুক্ত। যা স্বপ্ন`র মতো সুপার-সপ হতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ওইদিন রাতেই তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রতিকার চেয়ে অাবেদন করেন।

তদন্ত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয় এ ঘটনার সত্যতা পায় এবং স্বপ্ন কর্তৃপক্ষ তাদের বক্তব্যে উক্ত অভিযোগ স্বীকার করে। অভিযুক্ত ঘটনা স্বীকার করায় এবং অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় স্বপ্ন-জিন্দাবাজার শাখাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করে।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।