দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় নয় : দুদক কমিশনার


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনার (দুদক) ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ পেলে তদন্ত করা হবে। এতে কোনো কার্পণ্য করা হবে না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হালাল উপার্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে কষ্ট না দেয়ার অনুরোধ করছি। পাশাপাশি দুর্নীতি সহনীয় পর্যায়ে পৌঁছাতে সবার সহযোগিতাও কামনা করেন।

রোববার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এজেএম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মনিরুজ্জামান, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।

জাহেদুল ইসলাম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।