চুয়াডাঙ্গায় ২৬২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহে ২৬২ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেছেন ১৪১ মাদক ব্যবসায়ী।

এর আগে ২১ ফেব্রুয়ারি ৬১ জন এবং ২৪ ফেব্রুয়ারি ২৪ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন জানান, সীমান্তবর্তী চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত ঘোষণা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ।

জেলায় তালিকাভুক্ত ৬০০ মাদক ব্যবসায়ীকে ২ মার্চের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। যারা এ সময়ের মধ্যে আত্মসমর্পণ করবে তাদের পুনর্বাসন ও মামলা প্রত্যাহারসহ সব ধরনের সহযোহগীতা করা হবে।

সালাউদ্দিন কাজল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।