ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বিরামপুরে আটক ২


প্রকাশিত: ১১:৫০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী

দিনাজপুর বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ওলি আহম্মেদ (৩২) এবং রনি আহম্মেদ (২৮) নামের দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওলি আহম্মেদ ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড়ের আব্দুল খালেক মিয়ার ছেলে এবং রনি আহম্মেদ নবাবগঞ্জ উপজেলার ভাগালপুর (জয়পুর) এলাকার মো. নুরুল হুদার ছেলে।

শনিবার গভীর রাতে উপজেলার বাসুপাড়া (গোবিন্দপুর) সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘাসুড়িয়ার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাঈল হোসেন জানান, শনিবার গভীর রাতে দুই যুবক সীমান্তের ২৮৯/২২এস মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়।

২৯ বিজিবির আধিনায়ক লে. কর্নেল কোরবান আলী দুই যুবককে আটকের সত্যতা স্বীকার করে জানান, তাদেরকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।