এমপির দেয়া সেই সীমানা প্রাচীর ভেঙে দিল পুলিশ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ নুরুল হক ও তার ছেলের দেয়া সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে করে দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজীজ গোলদারের পরিবার।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আজিজ গোলদারের পরিবারের অবরুদ্ধ অবস্থার সংবাদ জাগো নিউজ২৪ ডটকমসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুপুরে সীমানা প্রাচীরের একপাশের কিছু অংশ (প্রায় ১৫ফুট) ভেঙে দিয়ে আজিজ পরিবারের সদস্যদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।