সৌদি বাদশাহ’র উপহার পেলেন চরমোনাই পীর


প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

মাহফিলের দ্বিতীয় দিন ওলামা সম্মেলনে সৌদি বাদশাহ’র পাঠানো উপহার চরমোনাই পীর মো. রেজাউল করীমের হাতে তুলে দিলেন সৌদি সরকারের প্রতিনিধি দল।

শনিবার সকালে হেলিকপ্টারযোগে সৌদি সরকারের এক প্রতিনিধি দল বরিশালে আসে।

প্রতিনিধি দলে ছিলেন সৌদি ধর্মমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইবরাহীম ইবনে আব্দুল আজীজ আয যায়েদ, সৌদি সরকারের সর্বোচ্চ উলামা কাউন্সিলের সদস্য ও মন্ত্রণালয়ের উপদেষ্টা সাদ বিন তুর্কী ইবন মুহাম্মাদ আল খাচলান, রিয়াদ জামিউল ইখলাসের সম্মানিত ইমাম ও খতিব মুহাম্মদ সালেহ মুহাম্মাদ আস সামেরী, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল্লাহ জাইফুল্লাহ আল মাতিরী, সালেম সাইদ ইবনে সালেহ আব্দুল আযীযসহ সৌদি রাষ্ট্রদূত ও অন্য কর্মকর্তারা।

এসময় চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মো. রেজাউল করীম, নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম ও আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী তাদের স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা প্রদান করেন।

পরে তারা জামিয়ার কার্যালয়, কুরআন শিক্ষা বোর্ড অফিস ও মাহফিলের প্যান্ডেলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ইবরাহীম ইবনে আব্দুল আজীজ আয যায়েদ বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজের পক্ষ থেকে তারা এসেছেন। এখানে আসতে পেরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আমাদের নীতি হলো বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য তিনি পীর সাহেবকে ও আসার ব্যবস্থা করে দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
 
পরে সৌদি ভালোবাসার নিদর্শনস্বরূপ সৌদি বাদশাহ’র পাঠানো নানা উপহার সামগ্রী পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর হাতে তুলে দেন।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।