চট্টগ্রামে চলছে শান্তিপূর্ণ হরতাল
চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে জামায়াতে ইসলামী বাংলাদেশের ডাকা প্রথম দিনের হরতাল। মঙ্গলবার সকালে নগরী ঘুরে এই চিত্র দেখা যায়।
হরতালে সম্ভাব্য সব ধরনের নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নগরীতে র্যাবের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি। নগরীর গুরত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা চৌকি। সোমবার রাতে নগরীর প্রবেশদ্বারে পুলিশ তল্লাশী শুরু করে।
জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত নগরীর চকবাজার, পাহাড়তলী, বাকলিয়া ও জামায়াতের অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার হরতালের প্রথম দিনে নগরীর বিভিন্ন রুটে বিক্ষিপ্তভাবে কিছু গণপরিবহন চলতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত নগর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরেও পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে বলে বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকেও নির্ধারিত সকল ট্রেন গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এসএস/এআরএস/এমএস