পঞ্চগড় পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগ


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

পঞ্চগড় পাসপোর্ট অফিসে উৎকোচ গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির কারণে হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা। সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত উৎকোচ দিলেও সময়মত পাসপোর্ট পায় না আবেদনকারীরা।

এ নিয়ে হয়রানির শিকার কয়েকজন আবেদনকারী ৫ এপ্রিল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২৪ মার্চ জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মনিরামজোত তেপুকুরিয়া এলাকার অনিল চন্দ্র বর্মনের ছেলে শ্রীকান্ত বর্মন নিজের পাসপোর্টের জন্য পঞ্চগড় পাসপোর্ট অফিসে আবেদন করেন। এরপর ওই অফিসের আউটসোর্সিং সহকারি পরিচয় দিয়ে নৈশ্য প্রহরী আল আমিন পাসপোর্টের যাবতীয় কাজ ও পুলিশি তদন্তের কথা বলে তার কাছে দুই হাজার ২০০ টাকা নেন। গত রোববার দুপুরে শ্রীকান্ত বর্মন পাসপোর্টের খবর নিতে অফিসে যান। এসময় পুলিশি তদন্তের অজুহাত দেখিয়ে আল আমিন তার কাছে আরও দেড় হাজার টাকা দাবি করেন। আল আমিন পঞ্চগড় পাসপোর্ট অফিসের চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত অস্থায়ী নৈশ্য প্রহরী বলে জানা গেছে।

সে দীর্ঘদিন থেকে বিভিন্ন অজুহাতে পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে জোরপূর্বক পাসপোর্ট প্রতি খরচের অতিরিক্ত এক হাজার টাকা নেন এবং এই টাকা ভাগের অংশ উপরের কর্তাবাবুদের কাছেও যায় বলে জানা গেছে।

এছাড়া জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আমিন নগর ডিয়াপাড়া এলাকার সফিউল ইসলামের মেয়ে জেসমিন আক্তার, আটোয়ারীর রসেয়া ইউনিয়নের কিসমত এলাকার পজির উদ্দিনের মেয়ে শিউলি আক্তারসহ অনেকেই আল আমিনের কাছে একইভাবে হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত আল আমিন জাগো নিউজকে বলেন, খরচের জন্য কিছু নেয়া হয় স্বীকার করেন। তবে তিনি বলেন, একা না, এর ভাগ আরও কয়েকজন পান।

পঞ্চগড় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. আব্দুল মোত্তালেব সরকার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নৈশ প্রহরী আল আমিনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।