গাইবান্ধায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে গেছে। ঝড়ে প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ শ্রেণিকক্ষের ছাদ উড়ে যায়। এছাড়া ভেঙে তছনছ হয়ে যায় শিক্ষার্থীদের বসার বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র।

আর এ কারণে গত দু’দিন ধরে এই সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান।

ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জেলার সাঘাটা উপজেলার গোবিন্দিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমদিরপাড়া আইডিয়াল কিন্ডার গার্ডেন ও আব্দুর রাজ্জাক শিশু নিকেতন।

আমদিরপাড়া আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা মো. সাইদুর রহমান জাগো নিউজকে জানান, ঝড়ে তার প্রতিষ্ঠানের সব ক’টি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পাঠদানে চরম সমস্যা সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে তাপদাহের মধ্যেও খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে বলে তিনি জানান।

সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার মো. আ. গোফ্ফার, জানান, দ্রুত ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।