স্বর্ণ কিশোরী হলেন জ্যোতি সরকার
নাটোরের সিংড়ায় স্বর্ণ কিশোরী হয়েছে জ্যোতি সরকার। সে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের ছাত্রী। এসময় প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৬ জনের মধ্যে সিংড়ায় জ্যোতি নির্বাচিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে তাকে ল্যাপটপ প্রদান করা হয়। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি স্বর্ণ কিশোরী অ্যাপস এর উদ্বোধন করেন।
শনিবার সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, আজকের কিশোরী আগামী দিনের নারী, মা, কিংবা ভবিষ্যত দেশের যোগ্য নাগরিক। কিশোরীরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। সুস্থ্য জাতি ও সুন্দর বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ২ কোটি কিশোরীকে মনোনিবেশ করতে হবে।
স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও এবং চ্যানেল আইয়ের ডিজিএম ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক, সিভিল সার্জন ডা. ফেরদৌস নিলুফার, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সিংড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুসহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে কিশোরী বয়ঃ সন্ধি স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব জ্ঞান সর্ম্পকে সচেতনতার জন্য ৫৪ জেলার স্বর্ণ কিশোরীরা নেটওয়ার্ক হিসেবে কাজ করবে।
এমএএস/আরআই