জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক ধ্বংস


প্রকাশিত: ১০:১৮ এএম, ২০ আগস্ট ২০১৪

জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা দুই কোটি চার লাখ ২৬ হাজার ৯৫৩ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৩ (বিজিবি)।

বুধবার দুপুরে জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি মাঠে ফেনসিডিল, মদ, গাঁজা, বিয়ার, ইনজেকশন, সিরাপ ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি-৩ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল কবির, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের উপ-পরিচালক রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।