সিলেটে দুবাইগামী যাত্রীরা গেল বাসে


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

ফ্লাই দুবাই এয়ারলাইন্সের শনিবারের নির্ধারিত ফ্লাইট বাতিল করায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইটের যাত্রীদের বাসে করে পাঠানো হয়েছে ঢাকায়।

শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী বিমাবন্দরে দুবাই থেকে যাত্রী নিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট আসার কথা ছিল। পরে ওসমানী বিমাবন্দরে নির্মিত রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে বিকেল ৫টা ৪০ মিনিটে ফ্লাইটটি ফের দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। কিন্তু, অনিবার্য কারণবশত সেটি আসছে না বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর সূত্র।

সূত্র আরো জানায়, সিলেট এমএজি ওসমানী বিমাবন্দরে ফ্লাই দুবাই এয়ালাইন্সের ফ্লাইট না আসায় ১৬৪ জন দুবাইগামী যাত্রীকে এনা পরিবহনের একটি বাসে করে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার বেলা ২টায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে সূত্রটি আরো জানায়, শুক্রবারও একইভাবে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে আসেনি। ফলে দুবাইগামী যাত্রীদেরকে রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।