ঠাকুরগাঁওয়ে বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২০ আগস্ট ২০১৪

ঠাকুরগাঁওয়ে হিরা হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া ও আসামীদের ফাঁসীর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌরসভার শান্তিনগর এলাকাবাসী। বুধবার বেলা ১২ টায় শান্তিনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতের বাবা নুরুল ইসলাম, ভাই মানিক, এলাকাবাসীর পক্ষে মারুফ হোসেন, রাজা, আয়শা আক্তার তুলি প্রমুখ।
 
সভা শেষে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ আদালত গঠন করে দোষিদের ফাঁসির দাবি করে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১০ আগষ্ট সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধু জাকির হোসেন প্রকাশ্যে হত্যা করে হিরাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।