নবাবগঞ্জে দলিল লেখকদের সপ্তাহব্যাপী কলম বিরতি


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৪ এপ্রিল ২০১৫

দিনাজপুরের নবাবগঞ্জে সাব রেজিষ্ট্রার অফিসের ৮০ জন দলিল লেখকের ঘর উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ করা হয়েছে। এই ঘটনায় গত ৭ দিন ধরে দলিল লেখকরা কলম বিরতি পালন করছেন।

দলিল সম্পাদন না হওয়ায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি জমি বেঁচা-কেনা করতে আসা সাধারণ মানুষ পড়েছেন বিপাকে ।

৩০ মার্চ শুক্রবার কোন লিখিত নোটিশ ছাড়াই বিগত ২২ বছর ধরে অবস্থানরত দলিল লেখকদের ঘর আকস্মিকভাবে উচ্ছেদ করায় ৮০ জন দলিল লেখক এই কর্মসূচি পালন করছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাইল হোসেন এই ঘরগুলো উচ্ছেদ করার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদের জায়গায় দলিল লেখকেরা অবৈধভাবে দখল করে অস্থায়ী ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন নিরাপত্তার স্বার্থে তাদেরকে ৩ বার ডেকে ঘরগুলো সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা তাতে কর্ণপাত করেননি বা সময়েরও আবেদনও জানান নাই। যেহেতু উপজেলা পরিষদের জায়গা তাই অবৈধ দখলমুক্ত করার জন্য ওই সব  ঘর উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে  উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, হঠাৎ করে ছুটির দিনে তাদের ঘরগুলো উচ্ছেদ করায় তারা হতবাক হয়েছেন। তাদের ভাষায় ঘরগুলো সরিয়ে নিতে বা জায়গা দখলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে কোন প্রকার নোটিশ বা অবগত করেন নাই।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২৮ ডিসেম্বর আইন-বিচার মন্ত্রণা লয়ের বিচার শাখা-২এর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১-১-১৯৯২ সাল হতে জেলা রেজিষ্ট্রার ও সাব রেজিষ্ট্রার স্থানান্তরের পর হতে ১৯৯৩ সালে দলিল লেখকরা এ উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসের পার্শ্ববর্তী স্থানে ঘর বানিয়ে দলিল সম্পাদনের কাজ করে আসছিলেন।

এমজেড/আরআই



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।