যৌতুকের জন্য গৃহবধূকে অমানুষিক নির্যাতন


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৪ এপ্রিল ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্বামী ও তার পরিবার কর্তৃক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বামী ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মনিন্দ্রনাথ বৈষ্ণবের ছেলে রনজিত কুমার বৈষ্ণবের সাথে বারপাইকা গ্রামের কার্তিক চৌধুরীর মেয়ে অনিতার সাথে তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় অনিতার বাবা রনজিতকে এক লাখ টাকাসহ অন্যান্য মালামাল যৌতুক দেয়। বিয়ের পর থেকেই রনজিত ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য অনিতার উপর নির্যাতন  শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ওই গৃহবধূর স্বামী রনজিত ও ভাসুর মনমথ পুনরায় অনিতাকে তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনতে বলে। বাবার কাছ থেকে টাকা আনতে অনিতা অস্বীকার করায় স্বামী রনজিত ও ভাসুর মনমথ অনিতাকে নির্যাতন করে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় অনিতাকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই অনিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী, শাশুরী ও ভাসুরকে আসামী করে মামলা দায়ের করেন,যার নং-১(৩-৪-২০১৫)।

পুলিশের এসআই আক্কাস আলী জানান, শুক্রবার রাতেই অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী রনজিত ও ভাসুর মনমথকে গ্রেফতার করা হয়।  শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।