ভোলায় রাতে পৌর মেয়রের কারফিউ জারি


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৪ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

ভোলায় স্কুল কলেজগামী কিশোর ও যুব বয়সীদের (অপ্রাপ্ত বয়সী) জন্য সান্ধ্য আইন জারি করেছেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। আইন অনুযায়ী রাতে প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থী শহরে বেড় হতে পারবে না।

শনিবার পৌর মেয়রের পক্ষে শহরে মাইকিং করে এ  নিষেধাজ্ঞা জানান দেয়া হয়। এ আইনের আওতায় রয়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও শিশু-কিশোররা। যাদের বয়স ১৮ বছরের নিচে। শর্ত রয়েছে রাত ৮টার মধ্যে বাড়ি ফিরে যেতে হবে। রাত ৯টায় পর কাউকে রাস্তায় পাওয়া গেলে ধরে পুলিশে সোপর্দ করা হবে।

পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এমন সিদ্ধান্ত বাস্তবায়নে অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন। কিশোর ও যুবকদের মাদকের ছোবল থেকে রক্ষার পাশাপাশি নানা অপরাধ প্রবনতা থেকে রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মহসিন গোলদার, ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব চৌধুরী, প্রবীন সাংবাদিক আবু তাহের, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, কলেজ শিক্ষক হোসেন আহম্মেদ, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সূর্যমুখী কিন্ডার গার্টেনের শিক্ষক সালাউদ্দিন হারুনসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

গত কয়েক মাস শহরে কিশোর ও যুবকরা বেপরোয়া চলাচলে আতঙ্কৃত হয়ে পড়ে অভিভাবকমহল। জেলা আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় নিয়ে তুমুল আলোচনার পর পৌরসভার পক্ষ থেকে এ সান্ধ্য আইনের সিদ্ধান্ত নেয়া হয় বলে শনিবার আনুষ্ঠানিকভাবে জানান নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু।

তিনি জানান, আইনটি সন্ধ্যার পর পর থেকেই কার্যকরি করারও দাবি জানান অনেক অভিভাবক ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।