গাজীপুরে পানি পানে ফের শ্রমিক অসুস্থ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০১৫

গাজীপুর  মহানগরীর জিরানির দক্ষিণ পানিশাইল এলাকায় তুরাগ গার্মেন্টস এন্ড হোসিয়ারি কারখানার সরবরাহকৃত পানি পান করে শনিবার ফের শ্রমিক অসুস্থ্ হওয়াকে কেন্দ্র করে শ্রমিদের কর্মবিরতি ও বিক্ষোভ দেখা গেছে। শ্রমিক বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন।

জয়দেপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, শনিবার সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে কারখানার সরবরাহকৃত সাপ্লাইয়ের পানি পান করে কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার কারখানা ছুটি ঘোষণা করা হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন কারখানার সরবরাহকৃত সাপ্লাইয়ের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে কারখানার কয়েকজন কর্মকর্তাকে লাঞ্চিত করেন। শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে কর্তৃপক্ষ শনিবার  কারখানা ছুটি ঘোষণা করেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।