আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-৬
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪০) ঢাকার রাজারবাগ এলাকার বাসিন্দা আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) মনির শেখ জানান, সকালে উপজেলার ছনপাড়া নামক স্থানে নরসিংদী থেকে মেঘালয় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১১-১৬৬১) ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ভোলা গ-১১-০০০৪) মুখোমুখি সংষর্ষ ঘটে। সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী রফিকুল ইসলাম মারা যায়। প্রাইভেটকার ও বাসের ৬ জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচএ/এমএস