গাইবান্ধায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৬
নাশকতা ও সহিংসতা বিরোধী অভিযানে গাইবান্ধায় বিএনপি-জামায়াত-শিবিরের ২৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত যৌথ বাহিনী ও পুলিশ পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুর রশিদ জানান, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থানায় বিএনপি’র ২ কর্মী এবং সদর উপজেলা, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএইচএ/পিআর