টাঙ্গাইলে ট্রাকচাপায় নারী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় ফজিলা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধেরুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগমের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া গ্রামে। এ ঘটনায় তার স্বামী রবিউল ইসলাম আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, উপজেলার ধেরুয়া এলাকায় ফজিলা ও তার স্বামী রবিউল ইসলাম মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলার মৃত্যু হয়। এ সময় স্বামী রবিউল ইসলাম আহত হয়। আহত রবিউল ইসলামকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচএ/আরআই