জাটকা নিধন বন্ধে গণসচেতনতা বাড়াতে হবে : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৪ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন,পদ্মা-মেঘনার অভয়শ্রামে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে জাটকা নিধন বন্ধ করা সম্ভব হচ্ছে না, গণসচেনতা বৃদ্ধির মাধ্যমেই এটা সম্ভব। তিনি জনপ্রতিনিধিদেরকে গণসচেতনতা তৈরীতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

‘জাটকা সংরক্ষণ  সপ্তাহ’ উপলক্ষে শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে  জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রনালয়ের সচিব শেলীনা আফরোজা পিএইচডির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিতি ছিলেন, ড.শামছুল হক ভূইয়া এমপি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, জেলা প্রশাসক ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানে  উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা-উপজেলা কর্মকর্তা, মৎস্যজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এসএ্ইচএ/আরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।