আলমডাঙ্গায় গণপিটুনিতে চোর নিহত


প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৪ এপ্রিল ২০১৫

আলমডাঙ্গায় পান চুরির অপরাধে আব্দুল হান্নান ওরফে হান (৪৪) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শনিবার ভোর চারটার দিকে বটিয়াপাড়া মাঠে এ ঘটনা ঘটে। এসময় পান বরজের মালিক রিন্টু বিশ্বাস আহত হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে সকালে হান্নানের মরদেহ  ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।নিহত আব্দুল হান্নান উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিয়ালমারি গ্রামের বটিয়াপাড়ার মৃত টগর মালিথার ছেলে। আহত রিন্টু বিশ্বাস একই পাড়ার বাবর আলির ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আব্দুল হান্নানসহ কয়েকজন মিলে বটিয়াপাড়া মাঠে রিন্টু বিশ্বাসের বরজে পান চুরি করতে যায়। এসময় রিন্টু চোরদের ধাওয়া করলে তারা রিন্টুকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে রিন্টুর চিৎকারে গ্রামবাসী সংঘটিত হয়ে চোরদের পিছু নিয়ে  আব্দুল হান্নানকে আটক করে। এসময় তারা  হান্নানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনর রশিদ জানান,  মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।