জামালপুরে ট্রেনের ধাক্কায় আহত ১০
জামালপুর সদরের নান্দিনা রেলস্টেশনের পশ্চিমে বাদেচাঁন্দি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভটভটির ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সদর উপজেলার রনরামপুর গ্রাম থেকে একদল নারী ভটভটিতে করে নান্দিনা ব্র্যাক অফিসে \\`একটি বাড়ি একটি খামার প্রকল্প\\`-এর প্রশিক্ষণের জন্য যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। বাদেচাঁন্দি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেক্সের ধাক্কায় তাদেরকে বহনকারী ভটভটিটি রেললাইনের পাশে খাদে ছিটকে পড়ে। এতে ১০ যাত্রী আহত হন।
আহতরা হলেন- জাহানারা (২৩), নূরনাহার (২২), রুবিয়া (৩৫), চম্পা (২২), ছোঁয়ামণি (১), বৃষ্টিমণি (২), মুরছালিম (২), ভটভটি চালক মুকুল (২৩)। বাকি আহত দুজনের নাম জানা যায়নি।