ভালোবাসা দিবসে লাঠি ছেড়ে ফুল হাতে পুলিশ


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্ব ভালোবাসা দিবসে ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। পুলিশ সদস্যরা অস্ত্র-লাঠি হাতে প্রাত্যহিক সাজের বিপরীতে বাসস্ট্যান্ডে পথচারীদের হাতে তুলে দিলেন ফুলের স্টিক। পুলিশের কাছ থেকে অপ্রত্যাশিত এ ফুল পেয়ে আবেগাপ্লুত পথচারীরাও।

শৃঙ্খলাবদ্ধ জীবন, আইন, নীতি আর নৈতিকতার কথাই শুধু পুলিশ বলে না, পুলিশের হৃদয়েও আছে ভালোবাসা। এর অংশ হিসেবেই গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবসে পথচারীদের হাতে ফুল তুলে দেয়া হয়।

মঙ্গলবার গাংনী বাসস্ট্যান্ডে গাংনী থানা পুলিশের নারী-পুরুষ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন ফুল হাতে। রজনীগন্ধা, গোলাপসহ নানা ফুল দিয়ে আকৃষ্ট করেন পথচারীদের। পুলিশের কাছ থেকে ফুল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পথচারীরা। পুলিশের ফুল বিতরণের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়।

police
 
মেহেরপুর গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানান, পুলিশ যেন জনগণের বন্ধু হয়ে খুব কাছাকাছি থেকে সারা বছরই মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে পারে এ প্রত্যয়ে আজকের এ আয়োজন।

আসিফ ইকবাল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।