নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০২ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় অন্তত ৮জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এস আই আল মামুন জানান, মতলবের বেলতলী থেকে সোলায়মান শাহ (লেংটা) এর মেলা থেকে একটি ট্রলারে করে ৭০-৮০ জন যাত্রী ঢাকার সদরঘাটে যাচ্ছিল।

এ সময়ে বুড়িগঙ্গা নদীতে পাগলার আলীগঞ্জে বিপরীতগামী একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে ওই যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের অনেকেই সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও অন্তত ৭-৮জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

এমজেড/আরআইপি
 



 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।