ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০২ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরের শশই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয় ও পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ইসলামপুরের শশই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সাথে সিলেট থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।