গাজীপুরে পেট্রোলবোমাসহ আটক ১


প্রকাশিত: ০৭:১২ এএম, ০২ এপ্রিল ২০১৫

গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে পেট্রোলবোমাসহ পাভেল নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বুধবার রাতে তাকে আটক করে র‌্যাব-১ এর একটি দল। র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জিজ্ঞাসাবাদে তার নাম পাভেল জানিয়েছেন। এসময় তার কাছে থেকে চারটি পেট্রোলবোমা উদ্ধার করে র‌্যাব। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।