গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধূ বন্যা হত্যা মামলার প্রধান আসামি দেবর মো. রুবেল মিয়াকে (৩১) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

শুক্রবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার তারাগই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ৪ জুলাই রাতে গৃহবধূ বন্যাকে তার বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেন দেবর রুবেল। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ তাকে শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আ. হান্নান জানান, বন্যা খাতুন ঘাটাইল উপজেলার আন্দিপুর গ্রামের মোমিন আকন্দের মেয়ে।

১২ বছর আগে ময়মনসিংহ সদরের কাঠগোল্লা তারগাই গ্রামের রবিউল ইসলাম (৩৩) এর সঙ্গে তার বিয়ে হয়। বন্যার দেবর রুবেল মিয়া বখাটে এবং নেশাগ্রস্ত। তিনি মাঝে মধ্যেই তার ভাবি বন্যাকে কু-প্রস্তাব দিতেন।

এ অবস্থায় তার শ্বশুর বাড়ির লোকজন সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেবর রুবেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়। জেল থেকে বের হয়েই রুবেল বন্যাকে হত্যার সুযোগ খুজঁতে থাকে।

এ অবস্থায় গত ৪ জুলাই রাতে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা সদরের আলিফ নামে তার এক ভাগ্নে বন্যার বাবার বাড়ি ঘাটাইলের আন্দিপুর নিয়ে আসেন। এ সময় রুবেল কৌশলে দূরে অবস্থান করেন। রাত সাড়ে ৮টার দিকে বন্যার ভাগ্নে আলিফকে নিয়ে বাড়ির অদূরে দোকানের দিকে গেলে রুবেল ও আলিফসহ আরো ৪-৫ জন বন্যাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।