প্রেমে রাজি না হওয়ায় প্রতিবন্ধীকে প্রতিবন্ধীর ছুরিকাঘাত


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ৫ম শ্রেণির ছাত্রী মিনা আক্তার (১৪) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে আরেক দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র।

শনিবার বিকেলে গুরুতর আহত দৃষ্টিপ্রতিবন্ধী মিনাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শনিবার দুপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মিনা আক্তার কাপড় শুকাতে ছাদে গেলে ওই দৃষ্টিপ্রতিবন্ধী ওই ছাত্রীকে বুকে, পিঠে ধারাল ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

এদিকে হামলাকারী দৃষ্টিপ্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ। সে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রটির শিক্ষার্থীরা অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন থেকে মিনা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মিনা আক্তার এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালায়।

মিনার বাবা আফাজ উদ্দিন বলেন, আমার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী। তাই পড়াশুনার জন্য দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করি। পরিচালকের অবহেলায় আমার মেয়েকে জখম করা হয়েছে।

লালমনিরহাট আরডিআরএস পরিচালিত দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের হোস্টেল সুপার আহসান উল্লাহ প্রেমের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহত মিনার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছি।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হক বলেন, প্রতিবন্ধী মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ও বুকের একটি হাড় ভেঙে গেছে। তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ছাত্রকে আটক করা হয়েছে।

রবিউল হাসান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।