অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী আটক


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহী নগরীতে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুফিয়া খাতুন নীলার (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শরোইল কলোনির এক বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নীলার স্বামী নাসির উদ্দিনকে (২৬) আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

সকালে বাড়ি থেকেই তাকে আটক করা হয়। তিনি পেশায় গাড়ি চালক। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান।

তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আটক নাসির উদ্দিনের বরাত দিয়ে ওসি আরও জানান, স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নীলা। সকাল ৭টার দিকে রান্নাঘরে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে প্রতিবেশীদের সহায়তা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌস সিদ্দিকী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।