সহযোদ্ধাকে দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলামকে দেখতে বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

কক্সবাজার শহরের বায়তুশ শরফস্থ বাস ভবনে ’৬৯-এর গণঅভ্যুত্থানের এই নায়ককে দেখতে যান তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জহিরুল ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তারা দুজন ’৬৯-এর গণআন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সহযোদ্ধা।

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অ্যাডভোকেট জহিরুল ইসলামের বাসায় বাণিজ্যমন্ত্রী দীর্ঘক্ষণ অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বাড়ির সবার সাথে কুশল বিনিময় এবং কক্সবাজারের সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

এ সময় কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, শ্রমিকলীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট জহিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম, ভাতিজা জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনসহ অ্যাডভোকেট জহিরুল ইসলামের পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।