মাতৃভাষায় সাঁওতালদের পাঠ্যপুস্তক রচনার দাবি


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

সাঁওতাল শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকে সাঁওতালী (রোমান) বর্ণমালা ব্যবহারের দাবি জানিয়েছে সান্তালী লেখক ফোরাম ও আদিবাসী সমন্বয় পরিষদ।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে এ দাবিতে তারা মানববন্ধন করেন।
 
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে বাংলাদেশে বসবাসরত ৬টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের এই কার্যক্রমের অংশ হিসেবে ২০১৭ সালে ৫টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুদের নিজস্ব মাতৃভাষার বই দেওয়া হলেও সান্তালী শিশুদের পাঠ্যপুস্তক রচনার কর্মসূচি স্থগিত করে রাখা হয়। অথচ সান্তালী ভাষা একটি প্রাচীন ভাষা।  

এসময় বাংলা বর্ণমালায় আদিবাসী ভাষার বই প্রণয়ণ না করে সাঁওতালী ভাষায় রোমান হরফে বই প্রণয়ণের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা প্রভাত টুডু, স্টেফান সরেন, প্রদপি হেমব্রম, ফিলিপ হেমব্রম, হিংগু মুরমু ও যোগেন্দ্রনাথ সরেন।

সমাবেশ শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আব্দুল­াহ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।