ট্রাক চাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত: আহত ৪
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার যোগারচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে মর্জিনা আক্তার (১৬), ও ইলিয়াস আলী মেয়ে এলিজা আক্তার (১৮)। নিহতরা দুজনেই উপজেলার সল্লা এলাকার গরিলা বাড়ী মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, দুপুরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৮ নং ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক (পাবনা-ট ১১-০৫৬৪) যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দাখিল পরীক্ষার্থী ঐ দুই ছাত্রী নিহত হন। এই ঘটনায় অটোরিক্সার আরোও ৪ জন আহত হয়।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
এসএইচএ/এমজেড/আরআইপি