নওগাঁয় মূল্য সংযোজন আইন বিষয়ে সেমিনার


প্রকাশিত: ০৮:২১ এএম, ৩০ মার্চ ২০১৫

নওগাঁয় মূল্য সংযোজন  ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বিষয়ে করদাতাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এ সেমিনারের  আয়োজন করে ।

নওগাঁ জেলার বিভিন্ন  এলাকা থেকে ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দ এই সেমিনারে অংশগ্রহন করেন। মুলত নতুন এই আইনের সাথে ব্যবসায়ী, করদাতা ও ভোক্তাদের সম্পৃক্ত করার লক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

কাস্টম এক্সসাইজ ও ভ্যাট নওগাঁ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সন্তোষ সরেনের সভাপতিত্বে কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর এম ফখরুল ইসলাম, যুগ্ম কমিশনার শওকত আলী, যুগ্ম কমিশনার রেজাউল হক এবং নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীন বক্তব্য রাখেন।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।