ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ৪


প্রকাশিত: ০৮:০৩ এএম, ৩০ মার্চ ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। সোমবার ভোররাতে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- খায়রুল ইসলাম (২২), জাকির হোসেন (২৮), পারভেজ মিয়া (২৯) ও শফিকুল ইসলাম (২২)।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, বিটিআরসির অনুমোদন ছাড়া অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বহির্বিশ্বে আন্তর্জাতিক কল আদান-প্রদান করছে- এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার আউলিয়া বাজারস্থ জাহিন টেলিকম নামের একটি দোকানে অভিযান চালিয়ে চারটি ল্যাপটপ, পাঁচটি ইন্টারনেট মোডেম এবং ছয়টি মোবাইল ও ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ চার জনকে আটক করা হয়েছে। জব্দকৃত এসব ভিওআইপি সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানান স্কোয়াড অফিসার আবু সাঈদ।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।