মুন্সিগঞ্জে পুলিশ পরিচয়ে ছিনতাই


প্রকাশিত: ০৭:৪০ এএম, ৩০ মার্চ ২০১৫

মুন্সিগঞ্জে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার মালিঅংক নওপাড়া সড়কের আটিগাওঁ ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, লৌহজং থেকে একটি বেবিটেক্সিযোগে মাছ ক্রয় করার জন্য দুই জেলে নওপাড়া বাজারে যাওয়ার পথে আটিগাঁও ব্রিজের কাছে  পৌঁছলে দু`জন পুলিশ তাদের পথরোধ করে। পুলিশের পোশাক পরিহিত দু`জন লোক জেলে নিতাই দাস(৪৮) ও অপু দাস(২৭) দুজনের কাছে মাদক আছে বলে চ্যালেঞ্জ করে। পরে তাদের দেহ তল্লাশি করে  জেলে দু’জনের কাছ থেকে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট এবং গাড়ির চালকের  কাছ থেকে পাচঁশ টাকা ও একটি মোবাইল সেট কেড়ে নেয়। এসময়  তাদেরকে  উপজেলা অফিসে আসতে বলে  তারা দু’জন মোটরবাইক নিয়ে সটকে পড়ে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল হক জানান, বিষয়টি আমি তদন্ত করে দেখছি।  তবে  এ থানার পুলিশ কোন ভাবেই এ কাজ করতে পারে না।

ছিনতাইয়ে শিকার জেলে দু`জন জানান, পুলিশের পরিহিত দু’জন লোক এই থানার  পরিচিত পুলিশ বলে মনে হয়নি।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।