মেয়র মীরুর পাসপোর্ট ও আগ্নেয়াস্ত্র জব্দ


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর বাড়িতে তল্লাশি চালিয়ে তার আগ্নেয়াস্ত্র ও পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।

রোববার বিকেল ৪টার দিকে পৌর এলাকার মনিরামপুর গ্রামে মেয়র মীরুর বাড়িতে তল্লাশি চালিয়ে ভোটার আইডি কার্ড, দুটি পাসপোর্ট ও তিনটি চেকবই জব্দ করা হয়।

শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনির হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন মীরুর স্ত্রী জেবুন্নেসা বেগম পিয়ারী।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, মেয়র মীরুর একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া মীরু যেন অন্য দেশে পালিয়ে যেতে না পারে এজন্য ইতোমধ্যেই দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে বার্তা পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।