গৌরনদীতে ৩শ’ মণ জাটকা জব্দ, আটক ৩


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ৩০ মার্চ ২০১৫
ফাইল ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় ৩শ’ মণ জাটকা বোঝাই একটি ট্রাক  আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড  সদস্যরা। রোববার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর নামক স্থান থেকে ট্রাকটি আটকের সময় তিনজন জেলেকেও আটক করা হয়।

আকটকৃতরা হলেন- মাছ ব্যবসায়ী সুলতান হাওলাদার, ট্রাকচালক সবুজ হোসেন ও ট্রাকের হেলপার মো. মনির। সোমবার সকাল  নয়টার দিকে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে কোস্টগার্ড।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শীতেষ চন্দ্র সরকার মাছ ব্যবসায়ী ও ট্রাকচালককে  ১ বছর করে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ট্রাকহেলপারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে থাকা ৫৭টি ব্যারেল থেকে ৩শ’ মণ জাটকা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

এসএইচএ/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।