বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ
বগুড়ায় ট্রাকচাপায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রেখেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার গোকুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্রের নাম রিয়াদ। সে গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।
এসএইচএ/আরআইপি