বরিশালে ওষুধ কারখানায় আগুন নিহত ১, আহত ৪
বরিশালে ওষুধ প্রস্তুতকারী ‘অপসোনিন’ কারখানায় আগুনে পুড়ে এক শ্রমিক মারা গেছেন ও চারজন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম নেছার প্যাদা (৪৫)। রোববার রাত সোয়া দুইটার দিকে নগরীর পূর্ব বগুড়া রোডে অবস্থিত ‘অপসোনিন’ ফার্মার প্রধান কারখানায় এ ঘটনা ঘটে। নিহত নেছার পটুয়াখালীর গলাচিপা উপজেলার এলাকার বাসিন্দা আবুল প্যাদার ছেলে। তিনি অপসোনিন ফার্মায় রং মিস্ত্রির কাজ করতেন।
এ ঘটনায় আহতরা হচ্ছেন, রং শ্রমিক জাকির হোসেন, ফারুক হাওলাদার, সিদাম নন্দী ও আব্দুর রশিদ। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ আর মুকুল আহত শ্রমিকদের বরাত দিয়ে জানান, রাত সোয়া দুইটার দিকে অপসোনিনের প্রধান কারখানার ৬ তলা ভবনের ৪ তলার প্যাকেজিং শাখা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে ৫ ও ৬ তলার কিছু অংশে ।
এসময় আগুনের ধোয়ার কারণে নেছার প্যাদা শ্বাস নিতে না পেরে অচেতন হয়ে পড়ে। পরে ভোর সাড়ে ছয়টার দিকে কারখানার ভিতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল পৌনে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছারের মৃত্যু হয়।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে বরিশালের তিনটি ও বানারীপাড়া, ঝালাকাঠির একটি করে ইউনিটসহ পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএইচএ/আরআইপি