নারায়ণগঞ্জে ১৫০০ শ্রমিককে আসামি করে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ১৫০০ পোশাকশ্রমিককে আসামি করে একটি মামলা করা হয়েছে। রোববার সকালে থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বাদী হয়ে ‘চৈতি কম্পোজিট’ পোশাক কারখানার শ্রমিকদের আসামি করে এ মামলা দায়ের করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় শনিবার সকালে বাসচাপায় শ্রমিক নিহত হওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করা হয়।
এদিকে নিহত শ্রমিক আমান হোসেন হাওলাদারের বড় ভাই এমরান হোসেন বাদী হয়ে স্বদেশ পরিবহনের অজ্ঞাত চালক ও হেলপারকে আসামি করে আরেকটি মামলা করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শনিবার সকালে চৈতি কম্পোজিটের বিপরীত পাশে টিপরদী এলাকায় স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আমান হোসেন হাওলাদারকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ওই শ্রমিক নিহত হলে পোশাকশ্রমিককরা মহাসড়কে অবস্থান নিয়ে ১৫-২০টি যানবাহনে ভাঙচুর ও দুটি যানবাহনে অগ্নিসংযোগ করে। পুলিশ ক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চাইলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১৭৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
এসএইচএ/এমএস