সাংবাদিক শিমুল ও তার নানির দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

পৌর মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের দাফন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তার নানি রোকেয়া বেগমেরও দাফন সম্পন্ন করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাদলা-কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিমুলের দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কালিকাপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিমুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, নির্বাহী অফিসার মামুন আল রাজি, থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদ বক্তব্য দেন।

দুটি জানাজা ও দাফনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ও পেশাজীবী মহলের হাজার হাজার মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল  মারা যান। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।