সাংবাদিক শিমুলের চোখে গুলি ঢুকেছিল : ময়নাতদন্তকারী


প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের চোখ দিয়ে গুলি ঢুকেছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকদের তিন সদস্যের একটি টিম ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে এ তথ্য জানান।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ নেতার গুলিতে আহত আব্দুল হাকিম শিমুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে যমুনা সেতুর আগে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

এদিকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু।

মেয়র আত্মগোপনে চলে যাওয়ার পর থেকেই মেয়রের অধিকাংশ সমর্থক ও আত্মীয়-স্বজনেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। পৌর এলাকার কোথাও তাদের দেখা যাচ্ছে না। মেয়রের মোবাইল ফোনটিও বন্ধ। আত্মগোপনে চলে যাওয়ায় মেয়রের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।